ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

মানুষ হও তুমি

মানুষ হও তুমি
সাইয়িদ রফিকুল হক

 
নিজের দেশকে মন্দ বলে
যাচ্ছো তুমি কোথায়?
ভালোবাসার একটু মগজ
আছে কিনা মাথায়?
 
দেশের মাটি দেশের মানুষ
আবার ভাবো আপন,
পরের ঘরে বন্ধ করো
এবার নিশি-যাপন।
 
সোনার বাংলায় সোনা ফলে
আছে কিছু ভেজাল,
দেশের ক্ষতি করতে এরাই
পারে হুদাই প্যাঁচাল।
 
লোকদেখানো দেশপ্রেমিকরা
করছে দেশের ক্ষতি,
একাত্তরেই টের পাইছি যে
এদের মতিগতি।
 
দেশের খেয়ে দেশের পরে
করছো দেশের নিন্দা,
বুঝতে পারি মীরজাফররা
আছে আজও জিন্দা!
 
এই দেশেতে বসত করে
মানুষ হও রে তুমি,
দেখবে তখন শান্ত হবে
তোমার মনোভূমি।
 
 
সাইয়িদ রফিকুল হক
৩০/০৬/২০২২

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 03/08/2022
সর্বমোট 1217 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন