ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

আবর্জনার দল

আবর্জনার দল
সাইয়িদ রফিকুল হক

 
বন্যা দেখে ভাবিস তোরা
সরকার এবার গর্তে!
তোদের মতো আবর্জনা
আছে কিনা মর্ত্যে?
 
পরের দুঃখে ফায়দা লুটতে
ছুটিস পাগল হয়ে,
পশুর খাতায় নাম লিখিলে
যাবি তোরা ক্ষয়ে।
 
মানুষজনের বিপদ দেখে
গর্তে থাকিস বসে!
কতরকম নিন্দাবাদে
বাক্য ঝরাও কষে।
 
সবসময়ে ফন্দি তোমার
ল্যাং মারিবে কেমনে!
তোমার দাদা রাজাকারি
শিখায় গেছে যেমনে?
 
বুকের ভিতর একটু যদি
থাকতো তোদের মায়া,
মানুষজনের আশেপাশে 
দেখতে পেতাম ছায়া।
 
চাপাবাজির থাকতো যদি
এমন কোনো কলেজ,
সেখানটাতে ভর্তি হলে
বাড়তো তোদের নলেজ।
 
ভণ্ডামিটা খায় না মানুষ
থাকবি তোরা পড়ে,
পার পাবি না লোকদেখানো
কান্নারাশি ধরে।
 
বিপদ দেখে হাসিস নারে
পাগলাগঞ্জের পাগলা,
বাঁচার আশা থাকলে মনে
নিজের দুয়ার আগলা।
 
সাইয়িদ রফিকুল হক
২২/০৬/২০২২
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 28/06/2022
সর্বমোট 887 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন