ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

দেনা-পাওনা

১. আমি চাই না কোন/ আলোকসজ্জিত/ অট্টালিকা/ কিংবা/ দুবাইয়ের কোন হোটেলে/ বিলাসী রাত যাপন/ আমি শুধু চাই/ এক মুঠো ভালোবাসা/ অথবা উষ্ণতা মিশ্রিত/ গাঢ় চুম্বন/ তাই আমাকে বাঁচতে দাও/ ফুলের আঘাতে/ অথবা পুরনো/ কোন মন্দিরের/ ইটের ঘষাতে/ কোন ধীবরের/ পর্ণকুটিরে/ আমি জানি/ এসবের বিনিময়মূল্য/ আমার কাছে/ খুব সামান্যই আছে/ আর যদি কোন এক/ অ্যাব্রা-কা-ডাব্রা মন্ত্রে/ কুহকিনী হয়ে যাও/ কোন এক জাদুকরের হাতে পড়ে/ তুমি তখন পবিত্র হয়ে যেও/ আমার চোখের জলে স্লান করে/ তোমাকে এ ছাড়া কি আছে দেবার আমার?/ ২ জেনে রেখ প্রিয়া/ আমার যে আছে/ এক সাগর জল/ পৃথিবীসম মন/ কামারের হাতুড়ি/ আর স্বর্ণকারের খাঁটি সোনা/ আমিই তো জানি/ কেমনতরো হয় দুঃখের জ্বালা?/ তুমি শুধু দিয়ে যেও/ এক চিলতে হাসি/ আর কিছু শান্তির বাণী/ সেই যে আমার বাঁচা-মরা/ আমি চাই না কোন/ হাল ফ্যাশনের গাড়ি/ দামি চপ্পল/ অ্যাপলের আইফোন/ কিংবা ফেসবুকে ঢুঁ মেরে/ কোন তন্বী তরুণীর সাথে/ রাতজাগা আলাপন/ আমি চাই শুধু তোমাকে/ বুঝতে দাও তোমার/ মনের ব্যাকরণ/ তাই আমাকে বাঁচতে দাও/ প্রেরণার কথা বলে/ অথবা অল্প-স্বল্প/ খবর-টবর নিয়ে/ অথবা/ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে/ কবিতা ও গানের আসর বসিয়ে/ আমি জানি/ তোমাকে অভিবাদন জানানোটা/ ছোট মনের পরিচয়ই হবে/ আর যদি বেভুল ভুলে/ ভুলে যাও আমাকে/ দূরের কোন তারা ভেবে/ আমি জানি তুমি তা/ পারবে ভালো করে/ কেননা তোমার পৃথিবীতে/ অনেক তারা পড়ে আছে।।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ তালাল উদ্দিন তারিখঃ 03/06/2022
সর্বমোট 1339 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন