ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

দুঃখগুলো তোমার আঁচলে রেখে

দুঃখগুলো তোমার আঁচলে রেখে
ভবঘুরে পথিক দু'হাত ছড়ায়
আকাশ সেতো চিরন্তন ধোঁকা
পাল্টে যায় নানান রংয়ে
চোখের জল-কাজলের মায়ায়!
পরের জোছনায়
আত্মারা সমর্পণ খেলবে
দু'হাতের মুঠির চীৎকার খুলে।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ দুরন্ত.. তারিখঃ 20/04/2022
সর্বমোট 2607 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ