ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

অরক্ষিত নগর।

মানজারুল ইসলাম দুলাল
তোরা দেখবিনা, শুকনো মুখে তাকিয়ে থাকা
এতিমের কি বেদনা।
রাস্তার মোড়ে চুপটি মেরে বসে থাকে
একমুঠো আহারের যন্ত্রণায়।

তোরা শুধু দেখবি! কিভাবে তাদের আহার ছিনিয়ে নিতে হয়
বক্ষপট ছিদ্র করে।।
তোরা শুনবিনা! ধর্ষিতা কফিলার করুণ
আর্তনাদের চিৎকার।
রক্তমাখা জামা নিয়ে পরে আছে
গণতন্ত্রের মাজারে।

তোরা শুধু শুনবি! কফিলা মালিণ্য, দেশদ্রোহী
, গণতন্ত্র বিরোধী এক নর্তকী।।
তোরা বুঝবিনা! বৃদ্ধ বাবা যখন মেয়ের লাশ কাঁধে নিয়ে গনতন্ত্রের মাজারে গিয়ে
একমুঠো মাটির বিচার চাইবে।
তোরা তখন বুঝবি!এতো লুনাটিক, সমাজচ্যুত
,বিরোধী দলের এক প্রহসনমুলক নাটক।।

তোরা চাইবিনা! শহীদের স্মৃতি বেঁচে থাকুক হাজার বছর।
বেঁচে থাকুক হাজার বছর গনতন্ত্রের সুষ্ঠু প্রতিভা।
তোরা চাইবি! দেশটাতে ভরে থাকুক মাফিয়াদের আস্তানা।
ঘরে ঘরে সিসিলি দ্বীপের মতো।।

ছবি
সেকশনঃ সাধারণ পোস্ট
লিখেছেনঃ এম.দুলাল তারিখঃ 25/01/2022
সর্বমোট 3739 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন