ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

পৃথিবীর পতন

বিড়ালের গলায় ঘন্টা বাঁধিয়েছেন শ্যাম/ রাবড়ি পায়েশ খেয়ে এ সমাজে/ ঘুরে বেড়ান বনলতা সেন/ তার আরো বেড়ে গেছে সাধ / আজ বেজন্মা উল্লাসে ফেটে পড়ে মানুষ/ আর চলে ছুঁচোর কীর্তন/ কাঁটার মত বিঁধে মনে/ যখন চোখে পড়ে মূর্খের শাসন/ সাধুরা ও জেগেছে আজ/ আবিষ্কার করেছে তারা/ ব্ল্যাকহোল থেকে ফিরে আসার মন্ত্র/ প্যাডেল রিকশার পেছনে লেখা থাকে/ মহাকাশ জয়ের স্বপ্ন/ কী বিচিত্র এ পৃথিবী?/ সত্যিই সেলুকাস/ বার বার ক্ষয়ে যাচ্ছে অন্ধের মত/ চারদিকে ঘটে যাচ্ছে /এতসব অবাক করা ব্যাপার/ গাছের আম আজ ঘড়িয়ালে খায়/ মন তাই করে উচ্চারণ/ বার বার খুঁজে ফেরে/ বেঁচে থাকার যৌক্তিক কারণ/ আলো যদি হারায় অমানিশায়/ তাকে আর কেউ খুঁজে না/ আর খোঁজা উচিত ও না/ তবু, কিছু ধ্রুপদী সত্যগুলো/ বেঁচে থাকে চিরকাল/ আর চোখে লাগায় মায়া/ এ পৃথিবী ধ্বংস হলে ও/ লেগে থাকে তার ধুলো-কণা।।।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ তালাল উদ্দিন তারিখঃ 24/12/2021
সর্বমোট 5541 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন