ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

মুখোশের ছড়াছড়ি

মুখোশের ছড়াছড়ি
সাইয়িদ রফিকুল হক
 
সাধুবেশে সাধুজন ঘোরে না এখন,
ঘোরতর আসামিরা সুবেশী এখন!
পাতকের হাতে দেখি টাকার পাহাড়,
সাধুজন পায় না যে দু’বেলা আহার!
সবখানে মুখোশের কত ছড়াছড়ি,
গরিবের বেলায়ই শুধু কড়াকড়ি!
টাকার পাহাড় কেটে যারা গড়ে বাড়ি,
তাদের হাতেই আজ ধরা দেয় নারী!
ঘুম ভাঙে না কারও সকলে ব্যস্ত,
কালনাগিনীর হাতে সবই ন্যস্ত।
কে দিবে কার মূল্য? সব রসাতলে,
বাজারদরে মানুষ চলে ছলে-বলে!
মুখোশের দুনিয়ায় কে ভালো-মন্দ?
মানুষ-বিচারে আজ লাগে যে দ্বন্দ্ব।
 
 
সাইয়িদ রফিকুল হক
১১/০৯/২০২১

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 21/09/2021
সর্বমোট 753 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন