ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

উঠতি প্রেম

সপ্নের সমাধি হয়েছি কি রাহু কেতকের দেশে?/আত্মার পরিশুদ্ধি হয়েছে কি উমা দেবীর সাথে?/অথবা এ ও বলতে পারি অনায়াসে/ কোন এক বৃষ্টিমুখর দিনে/ তোমার মনে জেগেছে কি?/ বায়ু বহি পুরবৈঞা/ নীঁদ নহি বিন সৈঞা/ উঠতি প্রেম হলে/ অবরে সবরে নানা প্রশ্ন জাগে/ যেন প্রতিটি দেখাই নতুন আবিষ্কার/আর ঘন ঘন বলতে হয় ইউরেকা/ জুলভার্ন শার্লক হোমসে মজে গিয়ে / প্রেমিক আবেগের ঘোরে বলে/ মাত্র দু'দিনে পৃথিবীটা পরিভ্রমণ করে আসা যাবে/ প্রতিদিনই চলে তাই দক্ষিণ মেরু অভিযান/ kik messenger এ নিয়মিত চ্যাটিং করে তারা/ মাঝে সাঝে প্রেমিক বার্তা পাঠায়/ ক্যাপ্টেন হ্যাটেরাস ছিলেন এক দৃঢ়চেতা মানুষ / প্রেমিকা ও কম যায় না/ জানে গত হতে দিবে না তার সাধের যৌবন/ অনাগত ভবিষ্যত তাই সঁপে দেয় প্রেমিকের বুকে/ আর শাওনের বরষায় সে / বুনে চলে স্বপ্নের বুনন/ মানালি থাইল্যান্ডে  অনেক  hangout করে  / তাদের প্রেম আজ পরিপক্ব হয়/ তবু জানে না কী তার নাম-ধাম পরিচয়/ কেউ কথা রাখে নি কোনদিন / আর রাখবে ও না নিশ্চয় / ফেলে দিয়ে যায় সব পঁচা অতীত/ আর বাঁড়ায় প্রতীক্ষার প্রহর/ সেদিনের মতো আজো ব্যালকনিতে আছি দাঁড়িয়ে /  এ ও বলতে পারি অনায়াসে/ কোন এক বৃষ্টিমুখর দিনে/ তোমার মনে জেগেছে কি?/ বায়ু বহি পুরবৈঞা/ নীঁদ নহি বিন সৈঞা/ তোমার মনটা কী আকাশ?/যেথায় অনেক রং করে খেলা।।।।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ তালাল উদ্দিন তারিখঃ 13/09/2021
সর্বমোট 2070 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন