ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

তুমি মৃত্যুঞ্জয়ী

তুমি মৃত্যুঞ্জয়ী
সাইয়িদ রফিকুল হক

 
মরণে থেমে যায় সবই, মৃত্যু থামিয়ে দেয় সব!
আগুনও নিভে যায় জলে, তেজ থাকে না তারও আর।
পৃথিবীর সবই মরবে, কেউ থাকবে না চিরদিন,
বাঁচার সাধ সকলেরই, হৃদয়জুড়ে কত স্বপ্ন!
 
মানুষ তবু যে মরে যায়! বাঁচবে না কেহ চিরদিন,
বুকের ভিতরে কত আশা, কিছুই রয় না অবশেষে।
কিছু-কিছু মানুষ অমর, তবু মৃত্যু তাঁদের ছোঁয়!
গোলাপ হয়ে ফোটে জীবন, মৃত্যুতে হয় সুবাসিত।
 
সবাই ভেবেছিল তুমিও মরে যাবে বুঝি চিরতরে!
দলবেঁধে কত যে পামর হাসাহাসি করেছিল সুখে।
তবে তুমি মৃত্যুঞ্জয়ী জেগে উঠলে আরো সরবে!
বাঙলার বুকে মরবে না শেখ মুজিবুর রহমান।
 
 
সাইয়িদ রফিকুল হক
১৫/০৮/২০২১
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 29/08/2021
সর্বমোট 987 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন