ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

যেখানে জীবন যেমন।

মহামারী, লকডাউন, ছিন্নমূল মানুষ রোহিঙ্গা, রিক্সা চালক এবং বাংলাদেশ। মঞ্চ, ভাষণ আধা সত্য নাকি পুরো মিথ্যা শ্রোতাসাধারণ জোরে দেয় হাতে তালি। পৃথিবীকে জ্বালিয়ে করেছি মোরা পোড়া মাটি ছাই, আর আজ পৃথিবীর একটু প্রতিশোধে মনুষ্য জাত বেসামাল। বাংলাদেশ গরিব একটা দেশ তবুও সুইস ব্যাংকে টাকার পাহাড়। ডাল চাল নেতার গুদামে বস্তায় বস্তায় সাহায্যে পাওয়া ঘর পানিতে বিলীন হয়ে যায়। এই দেশে ঘর নয়, হাসপাতালও বিলীন হয়। মানুষ পোড়া রক্তে হয় জুস ও জুম বাণিজ্য আগুনে পুড়ে, দালান পড়ে, পানিতে ভেসে মানুষ মরে অকালে তার বিচার চলে বাণিজ্যে।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ এফ মহী ভূঁইয়া তারিখঃ 16/07/2021
সর্বমোট 1207 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন