ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

এবং যতো পারো চেটে যাও

এবং যতো পারো চেটে যাও
সাইয়িদ রফিকুল হক

 
শুনতে পেয়েছি, তুমি নাকি এখন খুব বড় এক চাটুকার!
হঠাৎ করেই বদলে গেছে তোমার ভাগ্যের চাকা!
এখন নাকি তুমি চাটছো এক নামজাদার জুতা-মোজা,
আর তার সফেদ সাদা নরম পায়ের তলা!
কী সৌভাগ্য তোমার!
আর এমন সুযোগ ক’জনের জীবনেই-বা আসে!
এমন একটা নামজাদার পায়ের তলা
তুমি মুছে দিচ্ছো তোমার লকলকে জিহ্বায়!
খুব ভালো তোমার স্বভাব-চরিত্র!
কালে-কালে তুমিও একদিন হবে খুব বড় নামজাদা!
(যদিও তোমার মৃত্যুর পরে লোকজন বলবে হারামজাদা)
 
মানুষের প্রতি কী এক দারুণ ভক্তিশ্রদ্ধা তোমার!
ভালোবেসে রোজ-রোজ তাই একেবারে পদচুম্বন!
আরও শুনতে পেলাম
প্রতিদিন ঘুম থেকে উঠে
তুমি নাকি তার পায়ের জুতো বুকে চেপে
গাইতে থাকো জীবনের প্রভাতসঙ্গীত!
বাঃ, ভালো, ভালো, ভালো, আর খুব ভালো!
তুমি এভাবেই নিয়মিত চাটতে থাকো,
তোমার ভবিষ্যৎ দিনে-দিনে
পূর্বাকাশের মতো ফর্সা হতে থাকবে,
আর দুপুরের গনগনে রোদের মতো
উজ্জ্বল হবে তোমার চেহারা-মোবারক!
সূর্যের তেজের মতো হঠাৎ ঝলছে উঠবে তুমি!
তুমি খুব মন দিয়ে এভাবে চাটতে থাকো
তার পায়ের জুতো, পায়ের তলা, আর...
এবং যতো পারো চেটে যাও
তোমার উপরে উঠতে আর বেশি সময় লাগবে না।
 
 
সাইয়িদ রফিকুল হক
২৩/০৬/২০২১
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 07/07/2021
সর্বমোট 1094 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন