ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

আত্মসর্বস্ব মানুষ

আত্মসর্বস্ব মানুষ
সাইয়িদ রফিকুল হক

 
বাইরের আর্তনাদ তবুও কেউ-কেউ শোনে
কিন্তু ভিতরের আর্তনাদ কেউ শোনে না!
সবাই দেখে শুধু বাইরের দিকটা
ভিতরটা কেউ বোঝে না!
 
বাইরের হালচাল শুধু চাকচিক্যময়
ভিতরে দেখি বুড়িগঙ্গা-নদী!
জোয়ার নেই কোথাও
ভাটায় পড়ে আছে পৃথিবীর সব আবর্জনা।
 
মানুষ এখন ব্যস্ত, আর খুব ব্যস্ত,
একটু দাঁড়াবার সময় যেন নেই
সবাই ছুটছে লোভের আগুনে পুড়ে উর্ধ্বশ্বাসে
কে দাঁড়াবে এখানে কার জন্য?
 
আত্মসর্বস্ব মানুষের মেলা বসেছে চারিপাশে
কেউ শোনে না কারও কথা,
বাইরে শুধু ফুটানির যত আয়োজন
কেউ শোনে না একটু কারও ভিতরের কান্না!
 
 
সাইয়িদ রফিকুল হক
০৮/০৬/২০২১

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 12/06/2021
সর্বমোট 875 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন