ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

" আত্মকথন "

"আত্মকথন" চক্ষু মেলিয়া দেখিতে পাহিলাম, যুদ্ধের ঢামা-ঢোল, রনাঙ্গনে অংশ নিতেই আসছি মায়ের কোল।। মেশিন গানের গুলির আওয়াজ, বিহ্বল বাঙ্গালী, মায়ের মুখেই প্রথম শুনি জয়-বাংলার ধ্বনি।। পিতৃহীন পরিবারে মায়ের আহলাদে উড়িয়াছি বিজয় নিশান, ১০ জানুয়ারী দেশে ফিরে এলেন প্রিয় নেতা শেখ মুজিবুর রহমান। বিজয়ের সাধ পেতে না পেতেই একঝাক হায়েনার ছোবলে - ১৫ আগষ্ট কাক ডাকা ভোরে, বুলেটের আঘাতে, বুকের তাজা রক্তে, বিবর্ণ বাংলার ছবি, সে দিন সকালেই ডুবিল রবি! হারালাম কবি , হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী। পিতা হত্যার বদলা নিতে শিশু মনেই করেছিলাম পন শক্তি সামর্থ দাও হে খোদা লেখা-পড়ায় নিরন্তর।। সুপার সনিক বক্তা ছিলাম ৯৬ নির্বাচনে এলএলবি ছাত্র তখন চাঁদপুর ল" কলেজে। হেরে গেলাম জীবন গড়ায়, ভাগ্যের নিষ্ঠুরতায় স্বার্থক জীবন পূর্ন হল জননেত্রী ক্ষমতায়।। "অধম শাওন বেচে থাকব জয়-বাংলার চেতনায়"।। রক্তে কেনা জাতীয় পতাকা, রাজাকারের গাড়ীতে, শপথ নিলাম বদলা নিব, থাকব না আর বাড়িতে।। অংশ নিলাম ভোটযুদ্ধে(২০০৮) নতুন ভোটার একতা, দেশবিরুধী পরাজিত সে আমার জন্মভুমি সফল স্বাধীনতা।। পিতার পদাঙ্ক ধরে ষড়যন্ত্র উপেক্ষা করে অক্লান্ত চেষ্টায় দিগ্গিজয়ী সাধনায় পুর্নতার মঞ্জিলে বিশ্বসভায়। দেশ হতে দেশান্তরে, বিশ্ব জয়ের স্বপ্ন নিয়ে জাতিসংঘের মন কুড়ায় স্বার্থক জনম এ প্রজন্মের শেখ হাসিনা ক্ষমতায়।। ১/১১ অবসানে, বিজয়ের জয় গান উপ-জেলা নির্বাচনেও একই অবস্থান। শক্ত হাতে পাল ধরিল আপন পর সে বুঝল না আগাছা সব নিত্য করে আসল প্রেমিক চিনল না।। আনন্দ সব কান্না হল নুরু সিআইডির কারনে মেজর মাসুদ বদলা নিল, শ্বশুরের মশায়ের বিহনে।। কি অপরাধ ছিল মোদের? জানতে ইচ্ছে করে? অসুস্থ জীবন উপহার দিল বিনা অপরাধে। "লিখতে পারি,পড়তেও পারি, চলতে কষ্ট হয় ঔষধ আমার নিত্য সাথী নইলে মরন হয়"। পিতার পদাঙ্ক ধরে ষড়যন্ত্র উপেক্ষা করে অক্লান্ত চেষ্টায় দিগ্গিজয়ী সাধনায় পুর্নতার মঞ্জিলে বিশ্বসভায়। দেশ হতে দেশান্তরে, বিশ্ব জয়ের স্বপ্ন নিয়ে জাতিসংঘের মন কুড়ায় স্বার্থক জনম এ প্রজন্মের শেখ হাসিনা ক্ষমতায়।। ১/১১ অবসানে, বিজয়ের জয় গান উপ-জেলা নির্বাচনেও একই অবস্থান। শক্ত হাতে পাল ধরিল আপন পর সে বুঝল না আগাছা সব নিত্য করে আসল প্রেমিক চিনল না।। আনন্দ সব কান্না হল নুরু সিআইডির কারনে মেজর মাসুদ বদলা নিল, শ্বশুরের মশায়ের বিহনে।। কি অপরাধ ছিল মোদের? জানতে ইচ্ছে করে? অসুস্থ জীবন উপহার দিল বিনা অপরাধে। "লিখতে পারি,পড়তেও পারি, চলতে কষ্ট হয় ঔষধ আমার নিত্য সাথী নইলে মরন হয়"।

ছবি
সেকশনঃ সাধারণ পোস্ট
লিখেছেনঃ সাফা শাওন তারিখঃ 24/04/2021
সর্বমোট 660 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন