ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

পাখি মানবী

সুখে থেকেও সুখযাপন হয় না যার যার ভেতরে পাতাঝরায় আদিম বৃক্ষ, যার বোধের গভীর থেকে উঠে আসে প্রবাহমান নদী, নদী নয়,গভীর দুঃখ নদী তাকেও কেউ কেউ আড়ালে আবডালে সুখ বলে ডাকে! যে ডাকে সেও এক নীলকন্ঠ পাখি! মাঝরাতে ডানা ঝাপ্টায় মরা শিমুলের ডালে, জোছনার বাণে পৃথিবীর সমস্ত সবুজ যখন ক্লোরোফিল মুঘে মগ্ন তখন পাখি গান গায়, দ্বিতীয় কলি গাইতে গিয়ে প্রথম কলি ভুলে যায়, ভুলে যায় গান নাকি কথা কী সে বলতে চায়। সুর,লয়,তাল নেই কেবল কয়েকটি কথা! বারবার না ফুরনো কয়েকটি অব্যক্ত কথা! আচ্ছা পাখি কি মানুষ? কিংব মানুষের মতো! মানুষের মতোই কী তার শরীরে থাকে কিছু জন্মদাগ? কিছু অর্পিত অসুস্থতা? সেও কি জীবন বিমুখ মানুষের মতো কাঁধে তুলে নেয় কিছু সময়ের সংলাপ,কিছু বঞ্চিতের স্লোগান? সেও কি প্রথম জীবনে ভুল করা ভুল মানবীর কবি হয়ে উঠার মতো এক দুঃখ উপাখ্যান বয়ে বেড়ায় বুকে?

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 08/01/2021
সর্বমোট 1428 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন