ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

তবুও এগিয়ে যাই

তবুও এগিয়ে যাই ----------------------- জীবনের কোন এক বাঁকে এসে তবে অনেকটা পথ পেরিয়ে ক্লান্ত হেঁটে হেঁটে মনে হলো, এসেছি চলে ভুল পথে শেষে থেমে যাওয়া ভাল, নাকি ভূলেই হেঁটে যাবো করে দেবো, বাকি ভূলে ভরা পথটুকু পার খুঁজে নেবো, ভুলে ভুলেই সমাধান আমার। নাকি মুখ ঘুরিয়ে, শুরু করবো যাত্রা আবার? উল্টো পথে, পরিশ্রান্ত হৃদয়ে পুনরায় একবার চেনা পথে, অচেনা গন্তব্যে লক্ষ্যহীন বার বার। সময়ের সাথে পাল্লা দিয়ে চলবো কত আর মসৃণ পথের, আমি পাবো কভু দেখা কি আর? পথের স্মৃতি পথেই পড়ে থাক হয়ে হাহাকার, এগিয়ে যাই চলে, আমার ভুলটুকু শুধরে পুনরায় মুমূর্ষু আমি, ছুঁতে গিয়ে সোনালী আলোর আভায় আলোর খোঁজে আলেয়ার নিষণ্ণ ভালবাসার নেশায় অসমাঞ্জস্যতা, গড়মিল না মেলা হিসাবের খাতায়, হিসেব কষতে গিয়ে, ক্লান্ত শান্ত তব কুহকিনী মায়ায় আশার নিরাশায় ভরা এই জীবনের প্রতিটি পাতায়।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সহজ কথা রিটার্ন তারিখঃ 22/08/2020
সর্বমোট 3540 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন