ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

নির্ঘুম প্রবাসী রাত

রাতের নিস্তব্ধতা বিদীর্ণ করে, নাসারন্ধ্রের উচ্চেঃস্বরে
ঘুমের ঘোরে, স্বর্গ বালার স্বপ্নে বিভোর,
আসঙ্গলিপ্সু রুমমেট বকছে প্রলাপ।
জানালার ওপাশ থেকে ক্ষীণ শব্দে ভেসে
আসছে, কারো ইমো প্রেমের রসালো সংলাপ।

এদেশের রাস্তায় রাতে এখন আর গাড়ী চলে না
লকডাউন বলে, সৈকতে বার্বিকিউ পার্টি চলে না
রাতের ঝলমলে দুবাইয়ে নর্তকীর নাচ চলে না
ফ্যাশন শো, সিনেমা, মদের আসর কিচ্ছু চলে না।

দিন শেষে রাত আসে, তবে আমার চোখে ঘুম আসে না
শত সংকল্প ভিড় করে মনে, কিন্তু কোন কাজে আসে না
সারাদিন মাথা খাটুনি দিয়ে, রাতে মাথা আর কাজ করে না
কি হবে আগামীকাল, সেই ভেবে চোখে ঘুম আসে না।

"আসসালাতু ফি বয়তিকুম" আহবান উপাসনালয়ে
জেগে উঠবে ঈশ্বরপ্রেমী এবার, চলবে উপাসনা ঘরে
অদৃশ্যের কাছে করবে মাতম, পাপ মোচনের নামে
স্বধর্ম সব থাকুক স্বর্গে, যাক বাকিরা সব নরকে!

আমার চোখে ঘুম আসেনি আজ, স্বর্গ থেকে নেমে।
দিনের আলো, জানান দিচ্ছে জানালার ওপাশ থেকে।
সময় হলো কর্মে যেতে, হও তৈরি ভাই কামলা দিতে,
আর একটা দিন দাও বিসর্জন, জীবন নামের হিসাব থেকে।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সহজ কথা রিটার্ন তারিখঃ 30/07/2020
সর্বমোট 1162 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন