ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

তোমাকে কেউ মনে রাখেনি

তোমাকে কেউ মনে রাখেনি
সাইয়িদ রফিকুল হক

 
তোমাকে কেউ মনে রাখেনি
তবুও তুমি মনে না-রাখাদের হাতে
কত ভালোবেসে তুলে দিলে গোলাপ!
আর যে তোমাকে সযত্নে মনে রেখেছিল
তাকে তুমি স্বেচ্ছায় ভুলে গেলে বেমালুম!
 
তোমাকে কেউ মনে রাখেনি
মনে রেখেছিলাম শুধু আমি!
আমার হাতে আসেনি কোনো গোলাপ!
আরও আমার বুকে বিঁধেছে বাবলার কাঁটা!
 
মনে রাখাদের অনেক বিপদ,
তাদের হাতে কখনো আসে না ভালোবাসা!
বেদনার গাঢ় নীলবর্ণে রঞ্জিত হয় তাদের বুকটা,
তারা নীলকণ্ঠ হয়ে বেঁচে থাকে অমানুষের সমাজে!
 
তোমাকে কেউ মনে রাখেনি
তবুও তাদের সাথে তোমার কত মাখামাখি!
আর আমি তোমাকে মনে রেখেছিলাম বলে
একদিন তার প্রতিদানে আমাকে ঘুরে আসতে হয়েছিল
পৃথিবীর সবচেয়ে বড় আর কষ্টমাখা সাহারা-মরুভূমি!
 
তোমাকে কেউ মনে রাখেনি
তবুও তোমার মনে এখনও কোনো দুঃখ নাই!
পৃথিবীর সমস্ত ভালোবাসা আজও ঝরে পড়ছে তাদের জন্যে!
আর আমি তোমাকে খুব মনে রেখেছিলাম বলে
হয়তো আজও আমার জন্য প্রস্তুত করা হচ্ছে আরও বাবলার কাঁটা!
 
 
সাইয়িদ রফিকুল হক
১৯/০৫/২০২০
 
                                         

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 21/05/2020
সর্বমোট 1480 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন