ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

একটা সবুজ স্বপ্নের গল্প

একটা সবুজ স্বপ্নের গল্প
সাইয়িদ রফিকুল হক

 
 
মাত্র একখণ্ড জমি চেয়েছিলাম পৃথিবীর কাছে,
বিশাল এই পৃথিবী থেকে আমার জন্য মাত্র একচিমটি জমি!
মাথাগুঁজে বাঁচার জন্য আজ আমার একখণ্ড জমি দরকার।
এই শহরের কালোধোঁয়ামাখা রাজপথ কিংবা অলিগলি
আর তো ভাল্লাগেনা মনেপ্রাণে!
এবার একটা মনুষ্য-বসবাসের উপযোগী আবাসপল্লী চাই।
একটা সবুজ প্রশস্ত মাঠ থাকবে সেখানে,
আরও থাকবে নানাবর্ণের ফুলগাছ,
আরও থাকবে বিশাল ফলের বাগান!
সেখানে ঝর্না থাকবে, ছোট্ট একটা খালও থাকবে
আর সেই জলাশয়ে থাকবে নানাজাতের হংস!
পাখিদের একটা মিলনমেলা যেন সেখানে অবাধে
গড়ে উড়তে পারে—তজ্জন্য থাকবে নিরাপদ অভয়ারণ্য।
 
এই শহরে আমাদের দম বন্ধ হয়ে আসছে!
এখানে সবকিছু আজ শুধু কৃত্রিমতার চাদরে ঢাকা পড়েছে!
অকৃত্রিম ভালোবাসা কিংবা হাসি আজ কোথাও খুঁজে পাই না!
সবখানে অনিয়মের বেড়াজালে বাঁধা পড়েছে আষ্টেপৃষ্টে,
ভূমিদস্যুদের তাণ্ডবে আমাদের শহর আজ দিগম্বর হতে বসেছে!
সবখানে আজ শুধু সবুজের শত্রু আর কংক্রিটের দালাল,
অর্থগৃধ্নুদের তাণ্ডবে আমরা এখন পথে বসতে চলেছি!
সবকিছুতেই আজ ব্যবসা খোঁজে ডেভেলপার জন্তুগুলো!
এরা আমাদের জলাশয় খেয়েছে, সুবিশাল মাঠগুলো খেয়েছে,
নদীগুলো খেয়েছে, খালবিল-নর্দমা খেয়েছে, পুকুরও খেয়েছে!
স্কুল-কলেজের জমিগুলো গ্রাস করে আরও উন্মত্ত হয়েছে!
এই ভূমিদস্যু-পশুদের সভায় আজ আর মন টিকছে না,
এই মন এখন ফিরে যেতে চায় সেই কাঙ্ক্ষিত সবুজ অরণ্যে।
 
একটা ভালোবাসার সবুজের স্বপ্ন গড়তে আজ আমার
শুধু একখণ্ড মনের মতো জমি প্রয়োজন,
সেখানে গড়ে তুলবো শান্তির নীড়—সবুজের স্বপ্নমাখা কুটির।
ফসলের জমি থাকবে সেখানে, নিজের হাতে ফলাবো
জীবনরক্ষার সোনালি ফসল, আর বেঁচে থাকার ভেষজউদ্ভিদ!
সেখানে প্রয়োজন হবে না কোনো চিকিৎসকের,
ভেষজবনে গড়ে উঠবে নধরকান্তি পরিপুষ্ট দেহ!
প্রতিদিন ভেসে বেড়াবো অবাধ সাঁতারে,
গান গাইবো পাখিদের সুরেলাকণ্ঠের সঙ্গে,
শিশিরভেজা সবুজঘাসের ওপর দিয়ে খুব প্রশান্তমনে
সোনালি রোদ গায়ে মেখে হেঁটে বেড়াবো প্রতিদিন সকালে,
মাটির ঘ্রাণে দেহমন সজীব আর সতেজ হয়ে উঠবে দিনে-দিনে!
ভালোবাসার এমন একটা স্বপ্নকুটির আজ গড়ে তুলতে চাই—
প্রকৃতির সুস্থ-সুন্দর সন্তান হিসাবে বেঁচে থাকার জন্য আজ
আমার এই পৃথিবীর সামান্য একখণ্ড জমি দরকার।
কেউ কি আছে আমার হাতে তুলে দিবে সামান্য একখণ্ড জমি?
 
 
সাইয়িদ রফিকুল হক
০৫/০৫/২০২০
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 08/05/2020
সর্বমোট 1470 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন