ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

বিক্ষত মনের অক্ষত কথা

মানবতার মুক্তি বনাম বৈশ্বয়িক মানবতা ----------- আজ বিশ্বময় চরম অস্থিরতা।মানবকে মানব যাচে প্রতিদি,প্রতিক্ষণ। কারণে অকারণে মানবতা আজ ভুলুন্ঠিত। বিশ্বময় অমানবিকতার দাপুটে পদাঘাত। কেন এই বিপর্যয়?? এই প্রশ্ন পুরাতন। কিভাবে এই বিপর্য়য় ঘটছে তা নিয়ে ভাবনার অবকাশ পুরিয়ে যায়নি। তাই মানবিক বিশ্ব গড়ার লক্ষ্যে জোরেসোরে নড়েচড়ে বসতে হবে। এটা সময়ের দাবী। জিবন সহজ।এই সহজ জীবনে ছিল মানবিকতা, ছিল সহমর্মিতা।আমরা মানুষ। নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য নিজের অজান্তেই নিজেকে অক্টোপাসের বেস্টনিতে আবদ্ধ করেছি। বেরোবার ব্যাকুলতা আছে কিন্তু উপায় নাই। যখন থেকে অল্প বিদ্যার মানুষ আমরা নিজেরদেরকে বেশি বুদ্ধিমান ভেবে যত্র তত্র নিজেদের জাহির করা শুরু করলাম তখন থেকেই নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারা শুরু করলাম।এতে শেষতক কিহলো? নেমে এলো বিপর্য়য়। মানুষের তৈরী মতবাদ কখনও মানুষকে শান্তি দিতে পারবেনা। যতদিন পর্যন্ত আমরা আমাদের রবকে না চিনবো না জানবো ততদিন আমরা নিজ এবং অপরের জন্য হুমকি হিসেবেই থাকবো। আজকের প্রত্যাশা-- এসো মানবিক হই মানবিক বিশ্ব গড়ি মানবতার তরে।।।।

ছবি
সেকশনঃ সাধারণ পোস্ট
লিখেছেনঃ Lipikar তারিখঃ 30/03/2020
সর্বমোট 1111 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন