ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

সুখ অথবা শান্তি

সুখ হচ্ছে চাহিদার প্রাপ্তি,
শান্তি হচ্ছে প্রয়োজন পূরণ।
সুখ হচ্ছে ধীর দীর্ঘ নিরব রাত,
শান্তি হচ্ছে রাতের নিরবিচ্ছিন্ন ঘুম।
সুখ হচ্ছে তাল পাতার হাত পাখা,
শান্তি হচ্ছে পাখার শীতল বাতাস।
সুখ হচ্ছে বিয়ে করা রূপসী বৌ,
শান্তি হচ্ছে বৌয়ের উত্তম চরিত্র।
সুখ হচ্ছে টগবগে যুবক স্বামী,
শান্তি হচ্ছে স্বামীর উত্তম আচরণ।
সুখ হচ্ছে গভীর চাপা নলকূপ,
শান্তি হচ্ছে সুপেয় শীতল জল।
সুখ হচ্ছে অগণিত রসিক বন্ধু,
শান্তি হচ্ছে বন্ধুর হৃদ্যতা।
সুখ হচ্ছে গর্ভধারিণী জননী,
শান্তি হচ্ছে অকৃত্রিম মমতা।
সুখ হচ্ছে মোটা মোটা বই ভর্তি কবিতা,
শান্তি হচ্ছে কবিতার সার্থক ভাবার্থ।
সুখ হচ্ছে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র,
শান্তি হচ্ছে জনগণের বাক-স্বাধীনতা।
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ জাকারিয়া হাবীব তারিখঃ 14/03/2020
সর্বমোট 1418 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন