ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

বিশ্বাসের গাছে পাপ

বিশ্বাসের গাছে পাপ
সাইয়িদ রফিকুল হক

 
বিশ্বাসগাছে ধরেছে খুব পাপ,
বিরাট পাপ আজ হয়েছে সাপ!
মানুষগুলো এখন দেখি সাপের কাঁধে,
ভয়ংকর চিড় ধরেছে বিশ্বাসের বাঁধে।
 
বিশ্বাসগাছে উড়ে বেড়ায় কতরকম সাপ,
ফল ধরে না—গাছে জন্মে আজ শুধু পাপ!
আশাপ্রদীপ নিভে গেছে তাই,
ভালোবাসার দেয়াল পুড়ে হয়েছে ছাই!
বাতাসে পাপ, বিশ্বাসে পাপ, নিঃশ্বাসে পাপ,  
আজ চৌদিকে দেখছি শুধু সাপ আর সাপ।
 
কালসাপের দংশনে আজ মুমূর্ষু মানুষ,
রেহাই নাই—তবু কারও ফেরে নাকো হুঁশ!
ধ্বসে পড়েছে মানবতার দেয়ালখানি,
কে শোনে আজ যুগধর্মের মহাবাণী?
 
পাপ জমেছে বিশ্বাসের গাছে,
মুক্তি যে নাই মানুষের কাছে!
সবুজপাতা হয়ে যাচ্ছে খুব জরদ,
রক্তশূন্য দেহে এখন বাড়ছে শুধু পারদ!
 
 
সাইয়িদ রফিকুল হক
০৬/০৩/২০২০

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 06/03/2020
সর্বমোট 1065 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন