ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

ঝাপসা জীবন

বান্ধা আছিলাম নয় কি দশ মাস,
তয় কিছু মনে করি নাই।
তবে জিগাইলে কি কইতাম তা ঠিক জানি না,
ঘুরতে আইলাম, তুমি জিগাইবা আইছি কেন,
আরে ভাই, আমিতো জানি না,
ঘরে জায়গা আছিলো না মনে হয়,
বাইর কইরা দিছে; আবার জায়গা হইলে লইয়া যাইবো।
আবার কে জানে, হয়তো বাপই নাই
আর সবের মতো ভাইস্যা আইছি হয়তো,
ভাইস্যাই যামু আবার।

যাউক, ম্যালা বকছি আউলবাউল,
এতো ফাও প্যাচাল পাড়ার কাম নাই,
আকাশে বাতাসে উড়মু অহন,
ঘোর কাটায়া দিও না।

কি কইলা? অ,
গাছগাছালির চারা বাকিরা লাগাক।
হ, ম্যালা দরকারি তো বটেই,
গাছ তো ভাই অক্সিজেন দেয়।
আর দুনিয়া দুনিয়ার মতো টিক্যা থাকবো,
সবটিরে ভাসাইবো, আবার ডুবাইবো,
এমনেইতো চলতাছে এমনেই চলবো।

অহন ভাগো ঘোরে থাকতে দ্যাও,
কোনসময় জানি আবার ডাক আহে।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ চন্দ্রাহত সৈনিক তারিখঃ 29/02/2020
সর্বমোট 3223 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন