ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

ঝরা কুয়াশার কথা...

কার্তিকের কুয়াশা ঝরে যাবো
মাটিতে মিলাবে দাগ!
কেউ কি চিনবে তাকে যে করেছিলো
আমার শৈশব ভাগ?
কে করেছিলো অযুত-নিযুত
পাহাড় কাটাকাটি?
কে করেছিলো সোনার মোহর
দুপায়ে মাড়িয়ে মাটি?
কে করেছিলো বহমান সুরমা
বাঁধ দিয়ে জলাভূমি?
কে করেছিলো আকাশ দুভাগ
দিগন্তের কসম চুমি?
কে করেছিলো কালো সাদা বকের
শুভ্র পালক বরন? 
কে করেছিলো রক্তের দাগে
জীবনের চিহ্ন হরণ?
কে ভেঙেছিলো ক্লোরোফিল ঘুম
সবুজ বনে পাতার?
কে ভেঙেছিলো মনের মিনার 
দিব্যি দিয়ে মাথার?
কে কে কে কে সে
কেউ কি তাকে জানে?
যতো দূরে যাই আমাকে আমার
আজন্ম শৈশব টানে!

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 28/02/2020
সর্বমোট 1905 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন