ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

ইচ্ছের ইচ্ছেমৃত্যু...

দুপায়ে দাঁড়াতে পারি
আমিও মানুষ, মাঝেমাঝে আমারো ইচ্ছে করে
সবুজ পাহাড়ের বুকে পদচিহ্ন এঁকে দিয়ে অমর হতে!
আমারো ইচ্ছে করে সফেদ ঢেউয়ে ঢেউয়ে উত্তাল সাগর সাঁতরে
পোঁছে যেতে নির্মল আনন্দদ্বীপে।
আমারো ইচ্ছে করে গরম ভাতে ভালোবেসে হাতেমাখা
দুধভাত!
ইচ্ছেরা ইচ্ছের ডানা ভাঙে
আমি বুঝে যাই এইসব আমার নয়।
এইসব থেকে আমি দূরে সরে গিয়েছি বহুযুগ!
মায়ের হাতে করা শুটকি,ডাল,শাকের কাছে
মুখ থুবড়ে পড়ে থাকে লোভনীয় খাবার,ফরেন লিকার।
রান্না শেষে মায়ের কালিমাখা ধুলোমলিন আঁচলের কাছে
ভিখারি তুল্য সুগন্ধি নরোম টিস্যু!
সমস্ত রেস্তুরা,বারে আমি আমার মায়ের ঘামের গন্ধ খুঁজি!
নরোম টিস্যুতে হাত মুছতে মুছতে
জগতের সমস্ত আবর্জনা গায়ে তুলে নিই।
ইচ্ছেরা নিরুপায় কাঁদে!
যে তস্কর চুরি করেছিলো আমার শৈশব
আমার সমস্ত চেনাজগত
এই শহরের সমস্ত প্রেক্ষাগৃহে তার মুখ ভাসে।
আমার গা গুলিয়ে বমি আসে!
আমি পালাতে যাই এই ঝলমলে শহর থেকে
আমি পালাতে চাই আমার আমি থেকে!
আমি পালাতে চাই আমার ইচ্ছা থেকে।
আমি পালাতে পারি না,
পালাবো পালাবো করে থেকে যাই!
যেমন করে থেকে যাবো থেকে যাবো করে
একদিন পালিয়েছিলাম সব থেকে!

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 22/02/2020
সর্বমোট 1620 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন