ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

"কোন এক বসন্তে"

"কোন এক বসন্তে" ডাঃ গোলাম রহমান ব্রাইট শীতের রিক্ততা মুছে বিবর্ণ প্রকৃতিতে ওঠে জীবনের ঢেউ দক্ষিণা দোয়ারে ফাল্গুনী হাওয়া সঙ্গোপনে উঁকি দেয় কেউ বিরহী অন্তরে ব্যাকুল প্রেম কোকিলের কন্ঠে বসন্ত গান উত্তরীয় বায়ুর যাত্রাপথ রুদ্ধ পত্র পল্লবে সুরভিত এই প্রাণ মৃদুমন্দ সমীরণে অপরূপ প্রকৃতি ফুলের গন্ধে ভরে যায় মন চারিদিকে ভ্রমরের গুঞ্জরণ বিকশিত ফুলে চিররঙিন বন। মৌমাছির গানে ফেরে ফাগুন বৃক্ষশাখে ধরে রঙ্গিলা আগুন মধুমক্ষিকা ব্যস্ত মধু আহরণে মনে জাগে অতি সঞ্জীবনী গুণ সীমানার গণ্ডি পেরিয়ে দেখি অনুভবে ভাসে সেই প্রিয় মুখ আবেগি বসন্তের খেয়ালি ভুলে আঁখি জলে ভরে এই বুক ঝরাপাতার আড়ালে লুকানো বসন্তে ভরবে কি মন হরষে? ভুলে যাওয়া সেই যে পূর্ণিমার স্মৃতি স্নিগ্ধ বাতাসের পরশে! ফাগুনের হাত ধরে বসন্ত এসেছে রাঙিয়ে অপরূপ সাজে ঝরাপাতার আস্তরে ভাসে সেই মুখ মন বসে না কোন কাজে নিকষ কালো আঁধারে কষ্টের স্মৃতি নবরূপে সজ্জিত করে তোমার আঁখি তটে পূর্ণিমার চাঁদ শ্রাবণের ধারা হয়ে ঝরে দখিনা পবনে বসন্তের গান অদূরে কে যেন গেয়ে চলে যায় প্রকাশিত হবে কোন এক বসন্তে মিশে যাবে দূর নীলিমায়। --নাবিহা ফ্যাশন হাউস --ফরিদপুর, জহুরনগর, কালিগঞ্জ, সাতক্ষীরা।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ অভিমানী স্মৃতি তারিখঃ 20/02/2020
সর্বমোট 1826 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন