ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

তুমিই আমার কালনাগিনী

তুমিই আমার কালনাগিনী
সাইয়িদ রফিকুল হক

 
তোমার কথা আর বলি না,
তোমার কথা আর ভাবি না,
তুমি আমার ভুলভাবনার ফুল,
তোমার কথা ভেবে-ভেবে
সাদা কেন করবো মাথার চুল?
 
তোমার দেখা আর চাই না,
তোমার রূপে আর মজি না,
তোমার কথা ভাল্লাগেনা আর
তুমি আমার জীবনকাব্যে শনি,
কালনাগিনী কিংবা বিশাল ফণী!
 
তুমি আমার ভুলপথেরই শেষ,
তোমায় ছাড়া চলছে এখন বেশ!
তোমার জন্য আর কাঁদি না আমি,
তোমায় দেখে আর আনি না
মুখে প্রেমের বাণী,
অল্পদিনেই বুঝে গেছি তুমিই আমার
জীবননাশের কালনাগিনী।
 
 
  
সাইয়িদ রফিকুল হক
৩০/০১/২০২০
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 30/01/2020
সর্বমোট 781 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন