ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

নারী এক অদৃশ্য ছায়াপথ...

শাড়িতেই নারীকে মানায়
নারীর সৌন্দর্য শাড়িতে আবদ্ধ
কিংবা নারীতেই।
নারীরা মানুষ হতে গেলে অসুন্দর হয়ে যায়,
পাছা-বুক-নিতম্বের মাপেই নারীর জীবনাচার!
এর বাইরে নারী বড় বেঢপ।
সেই বেঢপ নারীর গল্প-স্বপ্ন আপনারা কি জানেন?
আঁচলেবাধা উনুনের উত্তাপে শুকিয়ে যাওয়া
সে নারীর বুকে কি থাকে জানেন কেউ?
কিংবা পৃথিবীর অজানা পথ ঘুরতে ঘুরতে যে নারী
জীবনের প্রাথমিক ফাঁদের সীমানায় পা রেখেই
মুক্তির আনন্দের প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে ভাবে
জগতজয়ী হবে
তার বুকে কি থাকে জানেন কেউ?
আমি জানি,
এক সেলিনার গল্প আমি জানি
এক ফিনিক্সের গল্প আমি জানি
ওরা দুজনেই নারী,প্রেক্ষাপট শুধু আলাদা।
রোজরাতে দুঃস্বপ্নের ঘোরে ফিনিক্স সেলিনা হয়ে যায়।
সেলিনার শরীরের কালসিটে দাগ ফিনিক্সের শরীরে পিঁপড়ার মতো পিলপিল করে বেয়ে উঠে।
পায়ের নোখ থেকে মাথার তালুতে
সমস্ত কোষে- শিয়ায়-রক্তকণিকায়,অনুচক্রিকায়
ঝড় তুলে।
ফিনিক্স কিংবা সেলিনা কারোর চোখেই ঘুম নেই।
ওদের ভেতর প্রকৃতির মতো এক মানুষ কাঁদে
চারদেয়াল ভেঙে জল-কাদা,মেঘ-রোদে ভিজতে চায়
কিন্তু ওদের অর্পিত সুখের উত্তাপ ওরা কেউ সরাতে পারে না শরীর থেকে।
এইসব সুখ যে নারীর সয় না
সে নারী কনো নামগন্ধহীন ঘাস হয়ে যায়!
কিংবা ধু ধু মরুর বুকে ক্যাকটাস হয়ে যায়।
সে নারী কোনদিন মানুষ হয় না,
মানুষ হবার বাসনা বুকে নিয়ে
দূর আকাশের ছায়াপথ হতে হতে মিলিয়ে যায়।

ছবি
সেকশনঃ অনুবাদ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 28/01/2020
সর্বমোট 1320 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন