ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

সুবিন্যস্ত কৌশলে...

মানুষ কি সুবিন্যস্ত লুকিয়ে রাখে
হিংস্রতার নখর,
মানুষ কী সুবিন্যস্ত সয়ে যায়
রাখে বেদনা প্রখর।
মানুষ কী সুবিন্যস্ত লুকিয়ে রাখে
কষ্টের পাহাড়,
মানুষ কী সুনিন্যস্ত সয়ে যায়
যাতনা তাহার!
মানুষ কী সুবিন্যস্ত পেতে রাখে
ছলনার জাল,
মানুষ কী সুবিন্যস্ত উড়িয়ে যায়
স্বার্থের পাল।
মানুষ কী সুবিন্যস্ত নিজে কাটে
নিজের ছায়া,
মানুষ কী সুবিন্যস্ত ফেলে যায়
পথের মায়া।
মানুষ কী সুবিন্যস্ত মুছে ফেলে
সময়ের দাগ,
মানুষ কী সুবিন্যস্ত লুকিয়ে করে
নিজেরে ভাগ।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 17/01/2020
সর্বমোট 635 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন