ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

মনটা যদি এমন হতো

মনটা যদি এমন হতো
সাইয়িদ রফিকুল হক

 
একটা দিনের জন্য যদি মনটা পেত পাখা,
অনেক কষ্টে ধরে তাকে আর যেত না রাখা!
একলাফে সে চড়তো বুঝি শিউলিফুলের মগডালে,
কিংবা সে যে পাখির মতো বসতো কারও চালে!
 
ভালোবাসার মনটা তখন উড়তো বনে-বনে,
কতজনের সঙ্গে সে যে বলতো কথা সংগোপনে!
হাসিখুশির ঝরনাধারায় ভাসতো কত সুখে,
সারাক্ষণ যে হাসির ধারা থাকতো লেগে মুখে!
 
ভালোবাসার মনটা যদি একটু এমন হতো,
বিশ্বসেরা ধনীর চেয়ে ধনী হতাম কত!
বিশ্বভ্রমণ করতে আমার লাগতো নাকো পাসপোর্ট,
স্বর্গসুখের ফুর্তি যেন করতে পারতাম একচোট!
 
মনটা কেন এমন হয় না? কয় না কথা রোজ,
ভালোবেসে একটু আমায় নেয় না কেন খোঁজ!
এমন সুন্দর মনের আশায় বসে আছি তাই,
প্রজাপতির পাখনামেলা মনটা সবার চাই।
 
 
সাইয়িদ রফিকুল হক
২৩/১২/২০১৯
 
 
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 27/12/2019
সর্বমোট 2103 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন