ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

স্থাপত্যধারা

মসলিন সভ্যতা যেদিন তোমার হাত কর্তন করেছিলো,
সেদিন আমি শিল্পের নেশায় এতোই মুগ্ধ ছিলাম যে
তোমার খুন আমার রঙিন চশমার কাঁচের আস্তরণ ভেদ করে
চোখের মণিতে পৌঁছুতে পারেনি!
মনে হয়েছিলো পুরুষালী হাতদুটি কৌশলে ঢেকে
স্বেচ্ছায় নিয়েছিলে প্রতিবন্ধী জীবন!
আজ মসলিনের নেশায় আমিও
বিকল হয়েছি!
মসলিন কারুকার্য আমাকেও বিকল করেছে!
কী অদ্ভুত জীবন আমাদের
আমরা কেউ কারো হাত ছুঁতে পারি না,
আঙুলের দহন থেকে আমাদের দুঃখগুলি নদী হয়ে
সময়ের স্রোত ছুঁয়ে ছুঁয়ে যায়।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 07/12/2019
সর্বমোট 1586 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন