ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

কষ্টের পৃথিবীতে

কষ্টের পৃথিবীতে
সাইয়িদ রফিকুল হক

 
কষ্টগুলো আমার, খুব আরামে বসে আছে বুকপাহাড়ে,
এদের নেমে যাওয়ার কোনো ইচ্ছে নাই—
আমিও এদের নেমে যেতে বলি না।
 
এক কষ্টকে নামিয়ে দিলে বুকপাহাড়ে জমবে আরেক কষ্ট,
তারচেয়ে এই ভালো—থাক না আমার পুরাতন বন্ধুরা,
কেন মিছামিছি তার সাথে শত্রুতা বাড়িয়ে তুলবো?
 
কষ্টগুলোকে এখন বন্ধুই ভাবি, আর সুখটাকে ভাবি শত্রু,
তাকে দেখলে আমার গা ঘিন ঘিন করে ওঠে—
এই অকৃতজ্ঞ-অবিবেচক বন্ধুর আমার কোনো প্রয়োজন নাই।
 
কষ্টগুলোকে এখন খুব আপন আর কাছের মনে হয়,
আর সবকিছুইতো দূরে-দূরে থাকে স্বার্থের টানে—
এসো বন্ধু, কষ্টের পৃথিবীতে বেঁচে থাকি শুধু কষ্ট ভালোবেসে।
 
 
সাইয়িদ রফিকুল হক
৩০/১১/২০১৯

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 04/12/2019
সর্বমোট 2684 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন