ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

একটা জীবন

একটা জীবন
সাইয়িদ রফিকুল হক

 
একটা জীবন একটা মন,
একসময় তার হবে মরণ!
এই জীবনে ভাবনা কীসের?
মরলে তোমার লাভ কী নিজের?
 
কীসের লোভে আজকে তুমি গড়ছো টাকার খনি,
ভাবছো তুমি মরার পরেও থাকবে চোখের মণি?
তোমার টাকা বসে-বসে খাবে বারোভূতে!
একদিনও না কবর-গিয়ে কাঁদবে তোমার পুতে।
 
তবুও তোমার টাকার লোভে আসে নাকো ঘুম,
সকাল থেকে সন্ধ্যারাতে ঘুষখাওয়ারই ধুম।
মানুষ তুমি পরকালে হবে বিরাট পশু,
এই দুনিয়ায় থাকলে কেন চিরঅধম শিশু?
 
তোমার পাপে মরবে তুমি—যাবে জাহান্নামে,
অনেক টাকা—ঘুষের বাড়ি—আসবে ভীষণ কামে?
একটা জীবন লোভের আগুন ঠেলছে তোমায় পাপে,
মরার আগে মরিস নারে সব মানুষের শাপে।
 
 
সাইয়িদ রফিকুল হক
২৫/১১/২০১৯
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 25/11/2019
সর্বমোট 3074 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন