ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

পেঁয়াজ-সমাচার



পেঁয়াজ-সমাচার
সাইয়িদ রফিকুল হক

 
পেঁয়াজগুলো যাচ্ছে কোথায়?
খাচ্ছে কে রে পেঁয়াজ?
কোন্ রাক্ষসের লোভআগুনে
জ্বলছে বাজার আজ?
 
দাজ্জাল বুঝি এসে গেছে!
হচ্ছে খেলা শুরু,
দূর-দেশেতে বসে-বসে
কে যে নাচায় ভুরু!
 
নিম্নজাতের লোভীশুয়োর
উঠছে এখন জাতে,
কালোটাকার ফ্যাক্টরিটা
ঝুলছে এদের হাতে!
 
ভদ্রবেশী মাতালগুলো
করছে দেশের ক্ষতি,
বজ্রআঘাত হানতে হবে
এই পশুদের প্রতি।
 
দেশের ভালো চায় না যারা
তারাই জাতির ঘাতক,
জনগণের কষ্ট দেখে
হাসছে অধম-পাতক!
 
পশুগুলো চিনছে শুধু
কালোটাকার পাহাড়,
এদের পাপে বন্ধ হবে
মধ্যবিত্তের আহার!
 
রাষ্ট্র তুমি ঘুরে দাঁড়াও
পশু বধের নেশায়,
বীর-বাঙালি জেগে আছে
শক্তি দেখার আশায়।
 
পেঁয়াজগুলো যাচ্ছে কোথায়?
বলতে হবে খুলে?
রাষ্ট্র তুমি আঘাত কর
মূলপাপীদের মূলে।
 
সাইয়িদ রফিকুল হক
১৪/১১/২০১৯
 
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 15/11/2019
সর্বমোট 2474 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন