ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

যুগ-যুগ জিয়ো আমাদের মুক্তচিন্তা-ব্লগ



যুগ-যুগ জিয়ো আমাদের মুক্তচিন্তা-ব্লগ

সাইয়িদ রফিকুল হক

 
টানা দুইদিন মুক্তচিন্তা-ব্লগে ঢুকতে পারিনি। অনেকভাবেই চেষ্টা করেছি—কিন্তু কোনোভাবেই ঢুকতে পারিনি। খুব ভেঙে পড়েছিলাম। আমাদের প্রিয়-ব্লগ কোনো সমস্যার সম্মুখীন হলো কিনা? নানান দুশ্চিন্তা মাথায় ভর করেছিল। আর প্রতিদিন ব্লগে ঢোকার চেষ্টা করতাম। কিন্তু ব্যর্থ হয়ে ভীষণ মনঃক্ষুণ্ন হতাম। অবশেষে, আজ বিকালে আবার অনায়াসে আমাদের প্রিয়-ব্লগে ঢুকতে পারলাম।
 
বর্তমানে বাংলাদেশে পাঠকপ্রিয়-ব্লগগুলোর মধ্যে আমাদের ‘মুক্তচিন্তা-ব্লগ’ নিঃসন্দেহে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন। এখানে, নির্ভেজাল সাহিত্যসৃষ্টির অপূর্ব সুযোগ রয়েছে। এটাকে লেখক তৈরির ‘উন্মুক্ত মঞ্চ’ বলা যায়। অসংখ্য পাঠক রয়েছেন এই ব্লগে। এখানকার পাঠক-পাঠিকা দিনে-দিনে, ধীরে ধীরে সবকিছু পাঠ করতে থাকেন। ‘লেখক-পাঠকে’র মিলনমেলা এটি।
 
পরিশেষে, আমাদের সবার প্রিয় ‘মুক্তচিন্তা-ব্লগ’ যেন কখনো-কোনো সমস্যায় নিপতিত না হয়—সেই প্রার্থনাই আজ করছি। আর শেষকথা: যুগ-যুগ জিয়ো আমাদের ‘মুক্তচিন্তা-ব্লগ’। সকল পাঠক-ব্লগার ও কর্তৃপক্ষের প্রতি অবিরাম ভালোবাসা, শ্রদ্ধা ও শুভেচ্ছা।
 
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৩/১১/২০১৯

ছবি
সেকশনঃ সাধারণ পোস্ট
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 13/11/2019
সর্বমোট 3029 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন