ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

কবিতা ও যাপন...

কবিতা থেকে জীবন বড় হয়ে যায় কখনো কখনো
কখনো কখনো,
জীবন থেকে কেবল যাপন বড় হয়ে যায়!
প্রাত্যহিক নুন-তেলের যোগান হাড়ি কড়ায়ে
কবিতা শব্দের চচ্ছড়ি হয়।
কখনো কখনো কবিতাই খাদ্য হয়ে উঠে!
কিছুতেই ছন্দ-তাল-লয় মিলে না!
কখনো কখনো কবিতা না ফুরানো পথ হয়ে উঠে
ভালোবাসাকে নির্বাসন দিয়ে কখনো কখনো
কবিতা হয়ে উঠে অন্ধ কারাগার।
কিন্তু আমি জানি,
কবিতা কখনো মৃত্যুদণ্ড কিংবা যাবতজ্জীবন কারাভোগ হয় না!
মরণের আগে কবিতা হয়ে উঠে প্রিয়স্পর্শ!
পৃথিবীর সমস্ত দরোজা বন্ধ হয়ে গেলে
কবিতা হয়ে উঠে যাবতীয় মুক্তির স্লোগান!
আমি জানি কবিতা ভালোবাসি বলেই বেলাশেষে
আমি তোমার হবো
কিংবা তুমি আমার।
কবিতা হবে আমাদের
যৌথ স্বপ্নের খামার।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 04/11/2019
সর্বমোট 618 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন