ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

স্কন্ধকাটা ভুতের নাতি

শাঁকচুন্নি শাঁকচুন্নি
যাচ্ছো তুমি কই?
তুমি নাকি আস্তো গেলো
জ্যান্ত পুঁটি কৈ?
পেত্নীশড়া গাছে তোমার
রাতনিশিতে বাস,
জ্যান্ত লোকের মুণ্ডু চাবাও
মিটিয়ে মনের আশ।
নদীরপাড়ে শ্মশানঘাটে
উৎপেতে রোজ থাকো?
রাতনিশিতে নানান স্বরে
যাকে তাকে ডাকো!
যক্ষ ভুতের রক্ষে করো
হাজার সোনার ডিম,
তোমার কথা শুনলে খোকার
গা হয়ে যায় হিম!
ভাবছি দিনে কোথায় থাকো?
নাই হয়ে যাও কীসে?
রাত গভীরে বেরিয়ে পড়ো
কেমনে হাওয়ায় মিশে?
স্কন্ধকাটা ভুতের নাতি
মামদো ভুতের মেয়ে,
একশ কলস রক্ত নাকি
একবারে যাও পিয়ে?
রাক্ষস তোমায় চাচা হয়
খোক্ষক তোমার মামা?
রোজ নাকি খাও মৃতলোকের
মাংস ধামা ধামা?
রোজ শুনে যাই তোমার তরে
হাজার হাজার গল্প,
কাব্যছলে আজকে তোমায়
লিখেই দিলাম অল্প।
পড়বে যতো খোকন সোনা
ভয়ে হবে হিম,
ঘুমের ঘোরে স্বপ্ন দেখবে
হাজার ভুতের ডিম।
(পত্রিকায় কিডজদের জন্য লেখা ছড়া ব্লগে দিলাম।
সময় আমাকে সময় দিচ্ছে না লেখার তবুও সাথে আছি মুক্তচিন্তার।)

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 29/10/2019
সর্বমোট 626 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন