ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

মায়ের মতো

মায়ের মতো
সাইয়িদ রফিকুল হক

 
হাজার টাকার তোয়ালেটায়
আজ ভরে না মন,
মায়ের ছেঁড়া শাড়ির আঁচল
ছিল কত আপন।
 
এখন দেখি কৃত্রিম হাসি
কোথাও নাই দরদী মুখ,
প্রতারণার জালে সবাই
নিচ্ছে কেড়ে সবার সুখ।
এই জগতের কোথায় পাবে
তাঁর মতো এমন স্বজন?
 
সবখানে এখন বড়াই শুধু
নাইরে কোনো দরদ,
মায়ের মতো ভালোবাসা
কোথায় করবো করদ?
মায়ের ছেঁড়া শাড়ির জন্য
আজও কাঁদে ত্রিভুবন।
 
সাইয়িদ রফিকুল হক
২৫/১০/২০১৯

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 26/10/2019
সর্বমোট 2352 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন