ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

অসম মানবতা

অসম মানবতা মোঃ এনামুল হক ধিক ধিক কোলাহল চারিদিকে শুনি অসম মানবতার কথা করে প্রতিধ্বনি, মানবতা কোথায় যেন গেলো হারিয়ে পশুত্ব যেন বিরাজ করে সবার মনে। ধর্ম না মানবতা নাকি টাকার খেলা নৈতিকতা নেই এ কেমন জ্ঞানের পাঠশালা, চরিত্রহীন ব্যক্তি থাকে শিক্ষকের দায়িত্বে সঙ্গ পায় যেন সবার রাজনীতির দাপটে। ঘটনা প্রকাশ পায় সকল মিডিয়াতে প্রশাসন ভয় দেখায় রাজনীতির ক্ষমতা আর টাকার কারণে, কবে হবে এদেশের নৈতিকতার পরাজয় আগামী প্রজন্ম কিশিখবে সদা মনেতে জাগে ভয়। রাস্তাঘাটে বিচারের বাণী চলে মৌন মিছিল হঠাৎ দেখা যাবে বিচার পেয়েছি বলে আসবে মিডিয়ার সামনে, যারা সমাজ বদলাবে বলে দাড়িয়েছিল রাজপথে হঠাৎ ঘোষনাতে তাদের ইজ্জতে কালি লুটে পড়ে। এই তো অসম মানবতা করে ঝিকিমিকি আন্দোলনের ফসল বালির মতো করে ঝিকিমিকি, মানবতা কোথায় টাকার কাছে বিক্রি সততা তো সেটাই অপেক্ষাকরে পেতে বিচারের বাণী।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ Md Enamul Huq তারিখঃ 07/10/2019
সর্বমোট 1833 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন