ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

একটুকরো সন্ধ্যা

একটুকরো সন্ধ্যা
সাইয়িদ রফিকুল হক

 
পড়ন্ত বিকালশেষে
পৃথিবীতে নেমে আসে নিঝুম সন্ধ্যা,
কতদিন এইসব সন্ধ্যা দেখতে চেয়েছি
দু’চোখ ভরে। দেখা হয়নি কখনো
আগের মতো অবাক বিস্ময়ে।
একদিন একটুকরো সন্ধ্যা হঠাৎ করে
ঢুকে পড়ে ছিল আমার জানলার ফাঁক গলে!
আহা! কী সুন্দর ছিল মনভেজানো সেই সন্ধ্যাটুকু!
তাকে আমি আদর করে ধরে রাখতে পারিনি,
অভিমানে সেই সন্ধ্যা আবার ফিরে গিয়েছে
কার্তিকের পড়ে থাকা অলস-নিস্তব্ধ মাঠে।
পৃথিবীতে কত সন্ধ্যা আসে আর যায়,
একটা সন্ধ্যাও দেখা হয় না আগের মতো
দু’চোখ ভরে আর খুব অবাক বিস্ময়ে।
আমরা এখন অনেক কাজে স্মৃতিভরা সন্ধ্যাগুলো
কেমন করে যেন অবহেলায় তাড়িয়ে দিচ্ছি!
আহা! একটুকরো সন্ধ্যা যদি আবার আসতো
সেদিনের মতো আমার জানলার ফাঁক গলে।
তবে আমি তাকে ধরে রাখতাম ভালোবাসার কোলে।
 
সাইয়িদ রফিকুল হক
০৫/১০/২০১৯

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 05/10/2019
সর্বমোট 1449 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন