ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

সাদা হাওয়া :

যখন আমি সমাজের কথা বলি!
দেশের কথা বলি, মানুষের কথা বলি/ তখন আমি নিরর্থক হয়ে যাই!
হাসতে পারি, গাইতে পারি/ নাচতে পারি!
পুঁজিবাদীর ও গনতন্ত্রের দৌরাত্ম্য আমি কাঁদতে পারি, রক্ত গঙ্গাতে ভাসতে পারি।
সমাজতন্ত্রের কথা বলতে গেলেই আমি নিরর্থক হয়ে যাই।

যেখানে বিবাদ নেই, কান্না নেই,ক্ষুধা নেই! আছে ভালবাসার মিছিল।
সেই সমাজের কথা! মানুষের কথা, দেশের কথা।
সেই সমাজতন্ত্রের কথা আমি বলি।

গনতন্ত্র হাসায়,গনতন্ত্র নাচায়,গনতন্ত্র গাইতে শেখায়! জীর্ণ- অবস্থায়!অাবদ্ধ ঘরের কুণো- আমি গনতন্ত্র চর্চা করি।
যেখানে একমুঠো চালের জন্য - আমাকে সংগ্রাম করতে হয়।সেখানে সমাজতন্ত্র - আমাকে নতুন কিছু সৃষ্টি করতে শেখায়!
:মানজারুল ইসলাম দুলাল:

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ এম.দুলাল তারিখঃ 27/09/2019
সর্বমোট 411 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন