ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

এই শরতে

এই শরতে
সাইয়িদ রফিকুল হক

 
এই শরতে এই গরমে
ফুল ফোটেনি প্রেমের,
একটা চাঁদের পাহাড় ভেঙে
ঢেউ জাগেনি রূপের!
মনটা শুধু বিষিয়ে ছিল
তীব্র বিষের জ্বালায়,
ভাবনাগুলো দাবদাহে
কেমন করে পালায়!
মনে কত আশা ছিল
আসবে শরৎরাণী,
বিশ্বজুড়ে ফুলমধুতে
ফুটবে প্রেমের বাণী!
কাশফুলের হাসিটুকু
দেখতে পেলাম নাকো,
বাংলাদেশে শরৎরাণী
মুখটি কেন ঢাকো!
এই শরতে আগের মতো
মন ভরেনি কারো,
নরকপুরের গরম তুমি
বাংলাদেশটা ছাড়ো।
 
সাইয়িদ রফিকুল হক
২৬/০৯/২০১৯
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 26/09/2019
সর্বমোট 1814 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন