ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

জখম

জখম
সাইয়িদ রফিকুল হক

 
বাইরে-জখম যায় রে দেখা
কিন্তু জখম বুকে,
মনের কষ্ট বেশি হলে
কথা রয় না মুখে!
কত জখম কতখানে
কেউ দেখে না চেয়ে,
অন্ধকারে সবটা এখন
গেছে ভীষণ ছেয়ে!
জখমগুলো শুকায় নারে
বাড়ে দিনে-দিনে,
সুখপাখিটা মরে গেলে
লাভ কি হবে কিনে!
বাইরে-জখম সবাই দেখে
কেউ দেখে না ভিতর,
বুকের জখম বাড়ায় শুধু
স্বার্থলোভী ইতর।
 
সাইয়িদ রফিকুল হক
১৬/০৯/২০১৯
 
 
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 16/09/2019
সর্বমোট 1584 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন