ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

একবেলা খাবার ও শিক্ষা

আপনার বাচ্চারে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পড়ান না কারণ কি একবেলা খাবার দেয়না তারজন্য! মোটেও না। যার জন্য পড়ান না সেইটা গুরুত্বপুর্ণ ভাবলেন না!

আমি নিজে তৃতীয় শ্রেণী পর্যন্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পড়েছি। দুই বছর টেকনিক্যাল এডুকেশনের সাথে জড়িত ছিলাম শিক্ষক হিসাবে। আমাদের সিলেবাস ও শিক্ষণ পদ্ধতির ভিতরে কোন সমন্বয় নেই, প্রয়োজনিয় উপকরণের ঘাটতি ও মানসম্পন্ন শিক্ষকের অভাব ও সেই সাথে ছাত্র যে শিখবে তার অনুপ্রেরণার অভাব। 

দয়াকরে সিলেবাস ও শিক্ষণ পদ্ধতি পাল্টান। পরীক্ষা কমিয়ে ও একই রকম স্কুল পদ্ধতি আইন করে নিশ্চিত করেন। কৃষি ও শিল্প ঘনিষ্ঠ কারিগরী শিক্ষার জন্য পয়সা খরচা করেন। বিতর্ক, অলিম্পিয়াডের মতো ব্যক্তিকেন্দ্রীক আয়োজন থেকে বের হয়ে সামস্টিক জ্ঞান চর্চার উপর নজর দেন। মেধার কমিউনিজম প্রয়োজন যেখানে পুরো জাতি কাজ করবে একটি চেইনের মতো। খরচ কম হবে, দ্রুত কাজ হবে, মানবিক চিন্তা থাকবে।

ছবি
সেকশনঃ সাধারণ পোস্ট
লিখেছেনঃ দুরন্ত.. তারিখঃ 22/08/2019
সর্বমোট 2600 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন