ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

"জাতির পিতা বঙ্গবন্ধু"

বসন্ত হেমন্ত শরৎ,
গ্রীষ্ম শীত বর্ষা
ষড়ঋতু ভীড়ে আছে
মোদের জাতির পিতা।

পিতা তোমারে ভুলিতে পারিবো না,
যত দিন প্রাণ রবে বাংলার ঘ্রানে,
তত দিন রবে তুমি বাংলার ঘরে ঘরে।

বাবা তোমার বজ্রকন্ঠে
জেগেছিল তোমার সন্তান,
আজ তোমার দেহ নেই বলে
কত তারা কাদেঁ কত গ্রহ চেয়ে
তোমার দামাল ছেলে চুটে দিশেহারা হয়ে।

জানি,
বাবা তুমি আছো তোমার ছেলের পাশে,
তবুও আমার অশ্রু জলে বুক ভাসে,

আজ পনেরো আগষ্ট

বাবা'র কবর পাশে
লালচে আলোয় জ্বলছে মোমবাতি,
পিতার এসে ছিল,
এই দিনেই বিদায়ের রাতি।
------------
মাহমুদ নাঈম
কিশোরগঞ্জ সদর

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ হাফেজ মাহমুদ নাঈম তারিখঃ 15/08/2019
সর্বমোট 314 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন