ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

বিশ্বভূমির প্রতিপালক

বিশ্বভূমির প্রতিপালক
সাইয়িদ রফিকুল হক

 
বিশ্বভূমি এখনও তো
তোমার হাতের মুঠোয়,
তবুও কেন বিশ্ব কাঁপে
পশুগুলোর গুঁতোয়!
শুয়োরগুলো অট্টহেসে
মারছে মানুষ নির্বিচারে,
মানুষগুলো মরছে কেন
পশুর অত্যাচারে?
পশুর ক্ষুধায় হচ্ছে বলি
তোমার সোনার মানুষ,
অত্যাচারী জালিমশাহী
উড়ায় শুধু ফানুস!
ভালোমানুষ পায় না কেন
একটু ভালো ঠাঁই?
বিশ্বভূমির প্রতিপালক,
তোমার কিছুই করার নাই?
সবখানে আজ অনিয়ম যে,
মরছি আমরা কেঁদে,
এই পাপীদের জাহান্নামে
পাঠাও না কেন বেঁধে?
শয়তানেরা আজকে দেখি
হাসছে সুখে জান্নাতে!
ভালোমানুষ কষ্টে আছে
ভীষণরকম কান্নাতে।
বিশ্বভূমি এখনও তো
তোমার হাতের মুঠোয়,
তবুও কেন বিশ্ব কাঁপে
মানুষখুনীর গুঁতোয়?
 
 
সাইয়িদ রফিকুল হক
১১/০৮/২০১৯

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 11/08/2019
সর্বমোট 1418 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন