ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

নির্ঘুম রাত

অামার না ঠিক ঘুম অাসে না,

চোখভরা ঘুম নিয়ে,চোখের পাতা গুলো ভারে যখন পড়ে যেতে চাই,

শরীর স্পর্শ করা ঘাম গুলো যখন অামি ক্লান্ত,অামি ক্লান্ত বলে মিছিল করে;-

ঠিক তখন,ঠিক সেই সময় অামি ঘুমোতে যাই।

কিন্তু অামার  না ঠিক ঘুম অাসে না।

বন্ধ চোখের আশেপাশে কালো সাদা ছায়া ভাসে,

ভারে চেপে যেতে থাকে বুক,হৃদয় কাঁদতে থাকে,

অার্তনাদ করতে থাকি নিঃশব্দে,কতশত মনে পড়া গল্পে,

তোমার অামার কবিতায়।

মাঝে মাঝে হেসেও উঠি;-

কি যে করি,পাগল হয়ে যাচ্ছি বোধহয়। 

ঠিক তখন যাদুর প্যাকেটটি অামাকে কাছে পেতে চায়।

কষ্টো গুলোতে অগ্নি উৎপাত ঘটিয়ে স্পর্শ করি সিগারেট!


কেমন যেন কালো ছায়া গুলো পালাতে থাকে নীলাভ সাদা ধোয়ার মাঝে।

তোমার অামার কবিতা গুলো পুড়তে থাকে।

অামি ঘুমের সাগরে ডুবে যেতে থাকি, 

কিন্তু হটাৎ করে আবারও অামার অার ঘুম অাসে না...

ঠিক সেদিন থেকে, যেদিন পাশ ফিরে দেখি

সুহাসিনী তুমি পাশে নেই;-

এভাবে তোমার অামার গল্প গুলো,কবিতা গুলো জমা হতে থাকছে চোখের নিচে।

অার  অামি তোমার স্পর্শ খুঁজতে থাকি নিকোটিনের যাদুতে,তোমার ভালোবাসা খুঁজতে থাকি স্মৃতির পাতায়।

অার এভাবেই নির্ঘুম রাতে এক;-একটি কাব্য জন্ম নেয়।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শাওন চৌধুরী তারিখঃ 03/08/2019
সর্বমোট 1693 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন