ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

জীবন-মানে

জীবন-মানে
সাইয়িদ রফিকুল হক

 
মৃত্যু-ভুলে থাকিস নারে
খাদ্যলোভীর দল,
জীবনটাকে বুঝতে চাইলে
গোরস্থানে চল্।
 
কত মানুষ শুয়ে আছে
বদ্ধ-মাটির ঘরে!
অনেককিছু ছিল তার যে
খাচ্ছে সবই পরে।
 
ভালোবাসার মানুষগুলো
আজকে কত তুচ্ছ!
জীবন-মানে কিছুই নারে
মূর্খগুলো বুঝছো?
 
কয়দিনের এই দুনিয়াতে
গড়ছো কীসের প্রাসাদ?
দু’দিন পরে চোখ বুজিলে
লাগবে কত ফাসাদ!
 
জীবন-মানে বুঝতে হলে
হও রে মানুষ সরল,
নইলে তোমার কবরটাতে
ঢুকবে বিষের গড়ল।
 
কত দূরে যেতে পারে
একটা মাটির মানুষ?
দম ফুরালে একমুহূর্তে
চুপসে যাবে ফানুস।
 
জীবন-মানে এই দুনিয়ায়
ভালো হয়ে চলা,
নইলে তুমি আখেরাতে
খাবে ভীষণ ডলা।
 
 
সাইয়িদ রফিকুল হক
১৬/০৭/২০১৯

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 18/07/2019
সর্বমোট 1885 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন