ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

ঘুঘুদের দেশে...

রোজ ভোরে ধানের চাতালে
উড়ে আসে একদল ঘুঘু,
ঝকেঝকে সোনাধান খেয়ে দেয়ে
আয়েশি ঘুম দেয় শীতল ঘরে।
চুল্লিতে সেদ্ধ হয় চাতালকন্যা সকিনার উদ্দাম যৌবন,
গুদাম করে ধর্ষিত হয় তার মেয়েশিশু!
ক্ষুধার্ত জঠরে অন্নের বদলে বেড়ে উঠে
অপুষ্ট জারজ ভ্রূণ!
পৃথিবী ঝিম ধরে নেশার লাটিম।
আলোর মশাল ধরে এগিয়ে আসে
একদল অন্ধ!
হ্যামিলনের বাশি ওয়ালা
তুমি কোথায়?
দলে দলে আবুঝ শিশুরা আজ তোমার অপেক্ষায়!
তুমি আসো,
এই ধর্ষিত জনপদে
আজ তোমাকেই বড় প্রয়োজন।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 17/07/2019
সর্বমোট 3367 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন