ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

যেদিন তর্জনী উঠবে

আমার পক্ষেও একদিন তর্জনী উঠবে রাস্তার মোড়েও সেদিন পিকেটিং হবে , ছাত্র জনতা মিলে রাজপথ দখল নিবে ঝড়ো স্লোগানে চারিদিক মুখরিত হবে ৷ আমার পক্ষেও একদিন কেউ দাঁড়াবে কাঁধে কাঁধ রেখে প্রতিবাদী হয়ে উঠবে , ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে পাশে দাঁড়াবে ন্যায়ের পক্ষে বুকটা টান করে দাঁড়াবে ৷ আমার পক্ষেও একদিন ওরাই লিখবে যে কলম আজকে ভয়ে পকেটে আছে , সংবাদপত্র সেদিন আবারো সরব হবে টিভি রিপোর্টাররাও ছুটে চলে আসবে ৷ আমার জন্যও কোন মা সিজদায় রবে আবার কোন মা ঠাকুর ঘরে পড়ে রবে , কেউ রোজা রবে ,কেউবা রাখি বাঁধবে জয়ীও হবো ওদেরই দোয়া আশির্বাদে ৷ একদিন ওরা ঠিক সংগ্রামী হয়ে যাবে দেয়ালে দেয়ালে গ্রাফিতি জ্বলে উঠবে , অন্যায়ের প্রতিবাদী হয়ে দাঁড়িয়ে যাবে নিজের অধিকারও আদায় করে নিবে ৷

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ কাজী জুবেরী মোস্তাক তারিখঃ 15/07/2019
সর্বমোট 290 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন