ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

কদম আলীর রেলভ্রমণ

কদম আলীর রেলভ্রমণ
সাইয়িদ রফিকুল হক

 
রেলগাড়িটা ছুটছে ভীষণ
অজগরের মতো,
হিস হিস করে ছুটছে সে যে
পেটে ক্ষুধা কত!
 
গাছগুলো সব ছুটছে যেন
তেজী ঘোড়ার বেগে,
দমকা বাতাস জানলা গলে
কপাল ছুঁইছে রেগে!
 
গ্রাম পেরিয়ে শহর ছেড়ে
ছুটছে রেলের গাড়ি,
কদম আলী ভাবছে বসে
কখন ফিরবে বাড়ি?
 
দিন গড়িয়ে রাত পেরিয়ে
থামলো শেষে রেল,
কদম আলী বাসায় ফিরে
চাপলো কলিং বেল।
 
 
সাইয়িদ রফিকুল হক
০১/০৭/২০১৯

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 09/07/2019
সর্বমোট 1681 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন